প্রশ্ন: ফতোয়াগুলো কে দিচ্ছেন?
মাসিক আল কাউসারের ফতোয়া দিচ্ছেন ঐ পত্রিকার মুফতিগন।
মুফতি মেরাজ তাহসিনের পরিচয়:
মুফতি মেরাজ তাহসিন
জামিয়া মাজহারুল হক দারুল উলুম
দেবগ্রাম, আখাউড়া,
ব্রাক্ষণবাড়িয়া
প্রশ্ন: আমার একটা ফতোয়া জানার ছিলো, কিভাবে প্রশ্ন করবো?মাসিক আল কাউসারে পাঠাতে চাইলে নিচের লিংকে গিয়ে "ফতোয়া জিজাসা করুন" এ ক্লিক করে পাঠাতে পারবেন।
http://www.alkawsar.comমুফতি মেরাজ তাহসিনকে পাঠাতে চাইলে
১। উনার ফেইসবুক পেইজে গিয়ে সেখান থেকে উনাকে মেসেজ পাঠাতে পারেন।
https://www.facebook.com/profile.php?id=100006155237973২। বা, উনাকে মোবাইলে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। তবে নামাজের সময় এবং ঘুমানোর সময় কল করবেন না।
মোবাইল নম্বর: 01756473393
৩। বা, WhatsApp এ মেসেজ পাঠাতে পারেন। নম্বর উপরেরটা।
প্রশ্ন: ফতোয়াগুলো কোন মাজহাব বা মাদ্রাসা অনুসারে দেয়া হয়েছে?ফতোয়াগুলো হানাফি মাজহাব অনুসারে দেয়া হয়েছে। দেওবন্দ মাদ্রাসার শিক্ষা অনুযায়ি।
প্রশ্ন: আপনি কিভাবে উত্তরগুলো পাচ্ছেন?আমি উনার ফেসবুক পেইজ বা ওয়েব সাইট থেকে উত্তরগুলো কপি করে নিয়ে এখানে দিচ্ছি।
প্রশ্ন: __এই ফতোয়াটা "নামাজের" বিষয়, কিন্তু এটা "আজানের" নিচে দেয়া হয়েছে কেন?বর্তমানে ফতোয়াগুলোকে গ্রুপে ভাগ করা হচ্ছে অটোমেটিক প্রোগ্রাম দিয়ে। তাই কিছু ফতোয়া ভুল টাইটেলের নিচে যেতে পারে। এগুলো পরবর্তিতে একটা একটা করে ঠিক করার ইচ্ছে আছে ইনশাল্লাহ।
প্রশ্ন: কতদিন পর পর নতুন উত্তর দিয়ে আপডেট করেন?উনি যদিও প্রায় প্রতিদিন নতুন প্রশ্ন-উত্তর পোষ্ট করেন, বর্তমানে আমরা সপ্তাহে একবার সারা সপ্তাহের সবগুলো নতুন উত্তর কপি করে এনে পোষ্ট করছি।
কোন বই কে কতবার এডিট করেছে তার রিপোর্ট পাবেন এখানে।
http://habibur.com/edit-log/লগ ইন করা থাকলে আইপি শো করবে না।
আপনি নিজেও কিভাবে এক ক্লিকে ভুলগুলো শুদ্ধ করবেন সেটা জেনে নিন এখান থেকে।
http://habibur.com/page/corrections/
অনুবাদের কম্পোজে যদি কোনো বানান ভুল দেখেন। অথবা OCR এ স্কেন পেইজের সাথে টেক্সটের গড়মিল দেখেন তবে আপনি নিজেই ভূলগুলো ঠিক করে ফেলতে পারবেন।
পদ্ধতিটা একদম সহজ। লেপটপ বা ডেস্কটপে পড়ার সময়, যে শব্দে ভুল আছে সেই শব্দটার উপর মাউজ দিয়ে ক্লিক করুন। এর পর এটা ঠিক করে, দেখেন নিচে একটা "Save" বাটন এসেছে, সেটায় ক্লিক করুন। Done.
কোনো লগইন করা, অন্য পেইজে যাওয়ার কিছু নেই। আপনার পড়ার ফ্লোও নস্ট হবে না।
এটা উইকিপিডিয়ার মত। আপনার চেইঞ্জগুলো লগ হয়ে থাকবে। কেউ কোনো কন্টেন্ট মুছে দিলে লগ থেকে রিভার্ট করা যাবে।
প্রতিদিন কে কতবার এডিট করেছে সেই রিপোর্ট পাবেন এখানে।
http://habibur.com/edit-log/আপনাদের সহজোগিতার জন্য ধন্যাবাদ।
জাজাকাল্লাহ।