আল বিদায়া ১ম থেকে ১০ম খন্ড : কাজের অগ্রগতি

Sep-10, 2016:
সবগুলো খন্ডের সবগুলো পেইজ অপলোড করে সূচিপত্র দিয়ে দিয়েছি। "ঠিক করুন" এ ক্লিক করলে স্কেনড ইমেজ পেইজটা দেখতে পাবেন।

Sep-9, 2016:
প্রতিটা বইয়ের সূচিপত্র এখন গুছিয়ে দিয়ে দিচ্ছি। এটা হলে এটা পড়ার মত কিছু উপযোগি হবে। সূচির পেইজগুলো স্কেন করে কারেক্ট করে পাইজের লিংক দিয়ে দিতে হবে।

Sep-8, 2016:
প্রথম থেকে দশম খন্ড পর্যন্ত OCR স্কেন করা হয়ে গিয়েছে। এগুলো সব আপলোড করাও হয়েগিয়েছে। আপনি যদি লগডইন থাকেন তবে লিখার পাশে OCR করা পেইজটার ইমেজও দেখতে পাবেন। লগইন করা না থাকলে সুধু OCR করা বাংলাটা।
FAQ
জাংক লিখাগুলো কেন?

এগুলো মূলতঃ বাংলার মাঝে মাঝে যে আরবী আছে সেগুলো OCR করার কারনে তৈরি হয়েছে। এগুলো মেনুয়েলি ডিলিট করে মুছে দিতে হবে।

এত ভুল কেন?
OCR 100% পার্ফেক্ট না। এগুলো অটোমেটিক একটা পর্যায় পর্যন্ত ঠিক করে এর পর মেনুয়ালি প্রতিটা পেইজ কারেক্ট করতে হবে।