আল ফিতন

قدر بقاء الدجال

পৃষ্ঠা - ১৫৫৪
হযরত আবু উমামা আল বাহেলী রাযিয়াল্লাহু আনহু রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, দাজ্জালের স্থায়ীত্বের সময় হবে চল্লিশ দিন। সুতরাং এক দিন হবে এক বছরের সমান। এবং আরেক দিন তার চেয়ে কম। এভাবে এক দিন হবে এক মাসের সমান এবং আরেক দিন তার চেয়ে কম। এভাবে এক দিন হবে এক শপ্তাহের সমান এবং আরেক দিন তার চেয়ে কম। এভাবে এক দিন হবে দীর্ঘ সময়ের এবং আরেক দিন তার চেয়ে কম। আর তার শেষ দিন হবে কাগজে আগুণের স্ফুলিঙ্গের সময়ের মত। এমনকি এক ব্যক্তি সকাল বেলায় মদীনার এক গেট দিয়ে প্রবেশ করবে আর সে অন্য গেটে পৌছতে পারবে না তার পূর্বেই সূর্যাস্ত হয়ে যাবে। তারা বললেন হে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা সেই ক্ষুদ্র সময়গুলিতে কিভাবে নামাজ আদায় করবো? উত্তরে তিনি বললেন তোমরা সে সময়গুলোতে নামাজের সময় নির্ধারণ করবে যেমনিভাবে বর্তমান দীর্ঘ সময়ে করে থাক। অতপর নামাজ আদায় করবে।
حدثنا ضمرة بن ربيعة عن يحيى بن أبي عمرو
السيباني عن عمرو بن عبد الله الحضرمي
عن أبي أمامة الباهلي رضى الله عنه عن
رسول الله صلى الله عليه وسلم قال أيام الدجال أربعون يوما فيوم كالسنة ويوم دون
ذلك ويوم كالشهر ويوم دون ذلك ويوم كالجمعة ويوم دون ذلك ويوم كالأيام ويوم دون ذلك
وآخر أيامه كالشررة في الجريدة فيصبح الرجل بباب المدينة فلا يبلغ بابها الآخر حتى
تغيب الشمس
قالوا يا رسول الله فكيف نصلي في تلك الأيام القصار
قال تقدرون
كما تقدرون في هذه الأيام الطوال ثم تصلون
পৃষ্ঠা - ১৫৫৫
হযরত আবু ইয়া’ফুর বলেন আমি আবু আমর শায়বানীর থেকে শুনেছি যে, তিনি বলেন আমি হযরত হুযাইফা রাযিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে, দাজ্জালের ফিতনা হবে চল্লিশ দিন।
حدثنا ابن نمير حدثنا أبو
يعفور قال سمعت أبا عمرو الشيباني قال سمعت حذيفة يقول فتنة الدجال أربعين يوما
পৃষ্ঠা - ১৫৫৬
হযরত আসমা বিনতে ইয়াযিদ বিন সিকন আনসারী রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, তিনি বলেন আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে, দাজ্জাল চল্লিশ বছর জীবিত থাকবে। আর তখন একটি বছর হবে এক মাসের সমান। আর এক মাস হবে এক শপ্তাহের সমান। আর এক শপ্তাহ হবে এক দিনের সমান। আর এক দিন হবে খেজুর গাছের পাতা আগুনের পোঁড়ার সময়ের মত।
حدثنا يحيى بن سليم الطائفي عن عبد الله بن عثمان بن خثيم عن شهر بن
حوشب
عن أسماء بنت يزيد بن السكن الأنصارية رضى الله عنها قال سمعت رسول الله
صلى الله عليه وسلم يقول يعمر الدجال أربعين سنة
السنة كالشهر والشهر كالجمعة
والجمعة كاليوم واليوم كاحتراق السعفة في النار
পৃষ্ঠা - ১৫৫৭
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন হযরত সালমান ফারসী রাযিয়াল্লাহু আনহু বলেন দাজ্জালের স্থায়ীত্বের সময় হবে আড়াই বছরের মত।
حدثنا الحكم بن نافع عن
جراح وأبي عبد الله صاحب كعب عن كعب قال
قال سلمان الفارسي أيام الدجال مقدار
عامين ونصف
পৃষ্ঠা - ১৫৫৮
হযরত আবু ইয়া’ফুর বলেন আমি আব আমর শাইবানী থেকে শুনেছি যে, তিনি বলেন আমি হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাযিয়াল্লাহু আনহু এর সাথে মসজিদে ছিলাম। আর তখন একজন গ্রাম্য ব্যক্তি দ্রুত আসল এবং তার সামনে হাটু গেড়ে বসে পড়ল। অতপর বলল দাজ্জাল কি বাহির হয়ে গেছে? তখন হযরত হুযাইফা রাযিয়াল্লাহু আনহু বললেন আমি যখন দাজ্জালের সামনে আমার থেকে দাজ্জালকে বেশী ভয় পাই। আর দাজ্জালের ফিতনা হবে চল্লিশ দিন।
حدثنا ابن نمير حدثنا أبو يعفور قال سمعت أبا عمرو
الشيباني قال
كنت مع حذيفة بن اليمان في المسجد إذ جاء أعرابي يهرول حتى جثا
بين يديه
فقال أخرج الدجال
فقال حذيفة أنا لما دون الدجال أخوف مني الدجال
وما الدجال إنما فتنته أربعين يوما
পৃষ্ঠা - ১৫৫৯
হযরত হুযাইফা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন সে চতূর্থ ফিতনার সময় বাহির হবে। আর তার স্থায়ীত্ব হবে চল্লিশ বছর। উহা আল্লাহ তা’আলা মুমিনদের উপর সহজ করে দিবেন ফলে একটি বছর একটি মাসের সমান হবে।
حدثنا رشدين عن ابن لهيعة عن عبد
العزيز بن صالح
عن حذيفة قال يخرج في
الفتنة الرابعة بقاؤه أربعون سنة يخففها الله على المؤمنين
فتكون السنة كاليوم
পৃষ্ঠা - ১৫৬০
হযরত জুনাদা ইবনে আবু উমাইয়া হতে বর্ণিত যে, তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী কে বলতে শুনেছেন যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শেষ সপ্তমাংশের চল্লিশ সকাল অবস্থান করবে।
পরম করুনাময় আল্লাহ তা’আলার শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অতীব মেহেরবান। হে প্রতিপালক! আপনার সাহায্য দ্বারা সহজ করে দিন। হে দয়াময়।
حدثنا جرير بن عبد الحميد عن منصور عن مجاهد عن
جنادة بن أبي أمية الدوسي قال
سمعت رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم
يقول قال رسول الله صلى الله عليه وسلم يمكث الدجال أربعين صباحا
পৃষ্ঠা - ১৫৬১
হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ বাবের নিকট সতের গজ দ্বারা।
حدثنا عبد الأعلى عن محمد بن إسحاق عن الزهري عمن حدثه
عن أبي هريرة رضى الله
عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقتل عيسى بن مريم عليه السلام الدجال
دون باب لد بسبعة عشر ذراعا
পৃষ্ঠা - ১৫৬২
হযরত আবু উমামা বাহেলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে তার থেকে পলায়নের পর দাজ্জালকে পাবেন। আর যখন সে তার অবস্থানের স্থানে পৌছবেন তখন দাজ্জালকে পূর্ব দিকের লুদ বাবের নিকট পাবেন। অতপর দাজ্জালকে হত্যা করবেন।
حدثنا ضمرة عن يحيى بن أبي عمرو السيباني عن
عمرو بن عبد الله الحضرمي
عن أبي أمامة الباهلي رضى الله عنه قال قال رسول الله
صلى الله عليه وسلم يدرك عيسى بن مريم الدجال بعد ما يهرب منه فإذا بلغه نزوله
فيدركه عند باب لد الشرقي فيقتله
পৃষ্ঠা - ১৫৬৩
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহুমা. হতে বর্ণিত যে, তিনি বলেন যখন ঈসা আলাইহিস সালাম ব্ইাতুল মুকাদ্দাসে অবতরণ করবেন এমতবস্থায় যে, দাজ্জাল মানুষকে বাইতুল মুকাদ্দাসে আটকে রাখবে। সে তার দিকে আসবে। তখন ঈসা আলাইহিস সালাম সকালের নামাজের পর দাজ্জালের দিকে যাবেন। আর দাজ্জাল তার শেষ সময়ে উপস্থিত হবে। অতপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবেন এবং তাকে হত্যা করবেন।
حدثنا ابن وهب عن ابن لهيعة والليث عن
خالد بن يزيد عن سعيد بن أبي هلال عن أبي سلمة
عن عبد الله بن عمرو رضى الله
عنهما قال إذا نزل عيسى بيت المقدس وقد حاصر الدجال الناس في بيت المقدس مشى إليه
بعدما يصلي الغداة يمشي إليه وهو في آخر رمق فيضربه فيقتله
পৃষ্ঠা - ১৫৬৪
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন তিনি তার কোন ঘ্রাণ পাবেন না এবং কোন কাফেরের ঘ্রাণও পাবেন না। সকলেই মারা যাবে। তার প্রসারিত দৃষ্টি দূরে পৌছবে এবং দাজ্জালকে লুদ বাবের এক বিঘত পরিমান উপরে দেখবেন। এমতবস্থায় যে, দাজ্জাল ঝর্ণা থেকে পানি পান করার জন্য ঝর্ণার নিচের ঢালে নেমেছে। অতপর সে দুই বার মোমের আস্বাদন নিবে অতপর মারা যাবে।
حدثنا
الحكم بن نافع عن جراح عمن حدثه
عن كعب قال إذا نزل عيسى لم يجد ريحه ولا نفسه
كافر إلا مات ونفسه يبلغ مد بصره فيدرك نفسه الدجال على قيد شبر من باب لد وقد نزل
إلى العين في أسفل العقبة ليشرب منها فيذوب ذوبان الشمع فيموت
পৃষ্ঠা - ১৫৬৫
হযরত আব্দুর রহমান ইবনে ইয়াযিদ তার চাচা হযরত মাজমা’ ইবনে জারিয়া হতে বর্ণনা করেন যে, তিনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেন যে, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম লুদ বাবের নিকট দাজ্জালকে হত্যা করবেন।
حدثنا ابن
عيينة عن الزهري عن عبيد الله بن عبد الله بن ثعلبة عن عبد الرحمن بن يزيد
عن
عمه مجمع بن جارية رضى الله عنه سمع النبي صلى الله عليه وسلم يقول يقتل ابن مريم
الدجال بباب لد
পৃষ্ঠা - ১৫৬৬
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন দাজ্জাল হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণের কথা শুনবে তখন সে পালাবে। অতপর হযরত ঈসা আলাইহিস সালাম তার পিছু নিবেন। অতপর তাকে বাবে লুদÑএ পাবেন এবং তাকে হত্যা করবেন। ফলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তবে দাজ্জালের অনুসারীদের উপর প্রমানিত হবে। অতপর তিনি বলবেন হে মুমিন এই হল কাফের।
حدثنا ضمرة عن يحيى بن أبي عمرو السيباني
عن كعب قال
إذا سمع الدجال نزول عيسى ابن مريم هرب فيتبعه عيسى فيدركه عند باب لد فيقتله فلا
يبقى شيء إلا دل على أصحاب الدجال فيقول يا مؤمن هذا كافر
পৃষ্ঠা - ১৫৬৭
হযরতত আবু যারআ’ তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিনা করেন যে, তিনি বলেন আহলে কিতাবীগণ ধারনা করে যে, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবরণ করবেন এবং দাজ্জাল ও তার সাথীদের হত্যা করবেন। হযরত আবু যারআ’ বলেন আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু কে আহলে কিতাব সম্পর্কে এই হাদীস ব্যতীত অন্য কোন হাদীস বলতে শুনি নাই।
حدثنا عبد
الله بن نمير حدثنا سفيان عن سلمة بن كهيل عن أبي الزعراء
عن عبد الله بن مسعود
قال يزعم أهل الكتاب
أن عيسى ابن
مريم ينزل فيقتل الدجال ويقتل أصحابه
قال أبو الزعراء ما سمعت عبد الله يذكر عن
أهل الكتاب
حديثا غير هذا
পৃষ্ঠা - ১৫৬৮
হযরত সুলাইমান ইবনে ঈসা বলেন আমার নিকট এখবর পৌছেছে যে, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে মালাহেমের টিলার উপর হত্যা করবেন। আর সে হল নাহর ইবনে ফাতরাস। অতপর তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসবেন।
حدثنا يحيى بن سعيد عن سليمان بن عيسى قال
بلغني أن عيسى ابن مريم يقتل
الدجال على تل الملاحم وهو نهر ابن فطرس ثم يرجع إلى بيت المقدس
পৃষ্ঠা - ১৫৬৯
হযরত আবু গালেব থেকে বর্ণিত যে, তিনি বলেন আমি নাওফের সাথে সফর করতে ছিলাম। এমনকি আমরা আফিকের গিরিপথে পৌছলাম। তখন তিনি আমাকে বললেন এই হল সেই জায়গা যেখান হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন।
حدثنا عبد الصمد عن حماد بن سلمة عن أبي غالب قال
كنت أسير مع نوف حتى انتهيت
إلى عقبة أفيق فقال هذا المكان الذي يقتل فيه المسيح الدجال
পৃষ্ঠা - ১৫৭০
হযরত মাজমা’ ইবনে জারিয়া রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর থেকে শুনেছি যে, লুদ নামক বাবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। অথবা লুদ নামক বাবের দিকে।
حدثنا عبد
الرزاق عن معمر عن الزهري عن عبد الله بن عبيد الله بن ثعلبة الأنصاري عن عبد الله
بن زيد الأنصاري
عن مجمع بن جارية قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقتل
ابن مريم الدجال بباب لد أو إلى جانب لد
পৃষ্ঠা - ১৫৭১
হযরত ছালেম তার পিতা হতে বর্ণনা করেন যে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু ইহুদি এক ব্যক্তিকে প্রশ্ন করলেন ফলে সে বর্ণনা করল। অতপর হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু তাকে বললেন আমি তোমার থেকে সত্যতার পরীক্ষা নিচ্ছি। সুতরাং তুমি আমাকে দাজ্জাল সম্পর্কে খবর দাও। অতপর সে বলল এবং সে ইহুদিদের খোদা আর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তাকে লুদের শেষ প্রান্তে হত্যা করতে আসবেন।
حدثنا ابن عيينة عن الزهري عن
سالم
عن أبيه أن عمر بن الخطاب رضى الله عنه سأل رجلا من اليهود فحدثه
فقال
له عمر إني قد بلوت منك صدقا فأخبرني عن الدجال
فقال وإله يهود ليقتلنه ابن
مريم بفناء لد
المعقل من الدجال