ফতোয়া নং: ৭৩৩৫
তারিখ:
১৯-ডিসেম্বর-২০১৭
বিষয়:
গাছ থেকে নারিকেল পাড়িয়ে নারিকেল দিয়েই বিনিময় দেওয়া ৷
প্রশ্ন
আমাদের কয়েকটি নারিকেল গাছ আছে ৷ গাছগুলো অনেক উচু উচু৷ গাছ থেকে আমরা লোক দিয়ে সাধারণত নারিকেল পাড়ায় এ শর্তে যে, এক গাছ থেকে নারিকেল পেড়ে দিলে দুটি নারিকেল দেওয়া হবে। এক্ষেত্রে শরীয়তের হুকুম কী?
উত্তর
প্রশ্নে বর্নিত সুরতে নারিকেল পাড়ানো জায়েয। তবে এক্ষেত্রে তার পাড়া নারিকেল থেকেই দুটি নারিকেল দেওয়া হবে এমন শর্ত করা যাবে না এবং কোন মানের নারিকেল দেওয়া হবে তা আগেই ঠিক করে নিতে হবে। অবশ্য তার পাড়া নারিকেল থেকে দেওয়ার শর্ত না করে পরে ঐ নারিকেল থেকেই পারিশ্রমিক দেওয়া হলে তা জায়েয হবে।
-ফাতাওয়া খানিয়া ২/৩২৯; আলমুহীতুল বুরহানী১১/৩৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-ফাতাওয়া খানিয়া ২/৩২৯; আলমুহীতুল বুরহানী১১/৩৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
- কাঁকড়া খাওয়ার বিধান ৷
- আমরা কয়েকজন বন্ধু মিলে মাঝে মাঝে মেসে দাবা খেলতাম। একদিন...
- কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে সেই মৃত ব্যক্তির জন্য...
- কিছুদিন আগে আমি এক দোকান থেকে হাফ লিটার মিল্কভিটা দুধ...
- আমরা সাধারণত নখ, চুল কেটে ফেলে দিই। কেউ কেউ বলে,...
- আমার বুকে ও পিঠে অনেক পশম, আজকাল জেন্টস পার্লারে গিয়ে...
- মশা মারার জন্য বাজারে এক ধরনের ইলেক্ট্রিক র্যাকেট পাওয়া যায়।...
- পুরুষের জন্য অলঙ্কার ব্যবহারের হুকুম কী? তারা কি যে কোনো...
- বাথরুমে একাকী গোসল করার সময় অনাবৃত হওয়া যাবে কি না?
- আমরা জানি, গোবর নাপাক। কিন্তু আমাদের এলাকার লোকেরা গোবর জমা...
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জায়েয-নাজায়েজ