Login | Register

ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৭৩৩১
তারিখ: ১৯/১১/২০১৭
বিষয়: আজান-নামাজ

নামাযের প্রথম কিংবা দ্বিতীয় বৈঠকে একাধিকবার তাশাহহুদ পড়ে ফেললে করনীয় ৷

প্রশ্ন
হযরত আমি জানতে চাই, ফরজ নামাযের শেষ বৈঠকে অথবা প্রথম বৈঠকে ভুলে একাধিকবার তাশাহহুদ পড়লে কী করণীয়? এমতাবস্থায় সাহু সেজদা দিতে হবে কি? নাকি নামায এমনি সহিহ হয়ে যাবে?
উত্তর
যেকোনো নামাযের শেষ বৈঠকে ভুলে একাধিকবার তাশাহহুদ পড়লে সাহু সেজদা ওয়াজিব হয় না। এমনিতেই নামায সহিহ হয়ে যায় ৷ তবে ফরয ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে ভুলে একাধিকবার তাশাহহুদ পড়লে সাহু সেজদা ওয়াজিব হয়। এক্ষেত্রে সাহু সেজদা না দিয়ে থাকলে নামাযটি পুনরায় পড়তে হবে ৷
-রদ্দুল মুহতার ১/৫১০আলমুহীতুল বুরহানী ২/৩১৫; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
আজান-নামাজ এর উপর সকল ফতোয়া >>

Execution time: 0.02 render + 0.00 s transfer.