ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৭০৫০
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

কোনো বাচ্চা যদি তার সৎ মায়ের দুধ পান করে তাহলে...

প্রশ্ন

কোনো বাচ্চা যদি তার সৎ মায়ের দুধ পান করে তাহলে কি ঐ বাচ্চার মা তালাক হয়ে যাবে?

উত্তর

শিশুর জন্য সৎ মায়ের দুধ পান করা জায়েয। সৎ মায়ের দুধ পান করার সাথে মায়ের তালাক হওয়ার কোনো সম্পর্ক নেই। এ ধরনের প্রশ্নই অবান্তর।

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবাহ-তালাক