ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৬৫০৭
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

ইশার নামাযে ইমাম সাহেব সূরা তীন তিলাওয়াতের সময়لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ...

প্রশ্ন

ইশার নামাযে ইমাম সাহেব সূরা তীন তিলাওয়াতের সময়

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ এরপর إِلَّا الَّذِينَ পড়া আরম্ভ করলেন। এতে কি নামাযের কোনো ক্ষতি হবে? জানালে উপকৃত হব।

উত্তর

উক্ত আয়াত ভুলে ছুট যাওয়ার কারণে নামাযের কোনো ক্ষতি হয়নি। কারণ এতে অর্থের বিকৃতি ঘটেনি। সুতরাং নামায সহীহভাবে আদায় হয়েছে।

-আদ্দুররুল মুখতার ১/৬৩২

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ