ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৬০৩০
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

অযু বা গোসলের পর যদি সতর খুলে যায় তাহলে কি...

প্রশ্ন

অযু বা গোসলের পর যদি সতর খুলে যায় তাহলে কি অযু ভেঙ্গে যাবে এবং পুনরায় কি অযু করতে হবে?

উত্তর

না, সতর খুলে গেলে অযু ভাঙ্গবে না। তবে কখনো সতর খুলে গেলে সঙ্গে সঙ্গে তা ঢেকে নিতে হবে।

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ অজু