ফতোয়া নং: ৫৫২০
তারিখ:
২৭-নভেম্বর-২০১৭
বিষয়:
এক তাবলীগী ভাইয়ের স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তিনি মান্নত করেছেন...
প্রশ্ন
এক তাবলীগী ভাইয়ের স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তিনি মান্নত করেছেন যে, আল্লাহ তাআলা যদি তার স্ত্রীকে সুস্থ করে দেন তাহলে তিনি তিন চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হবেন। প্রশ্ন হল, এটি মান্নত হয়েছে কি না? স্ত্রী সুস্থ হওয়ার পর তিন চিল্লায় বের হওয়া তার জন্য জরুরি কি না?
উত্তর
ঐ ব্যক্তির কথাটি মান্নত হয়নি। কেননা মান্নত সুনির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই হয়ে থাকে। তবে তাবলীগে যাওয়া ভালো কাজ। স্ত্রী সুস্থ হওয়ার পর এই ভালো কাজটি করার ব্যাপারে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করা হয়েছে। তাই সময় সুযোগ মতো তা পূরণ করে নেওয়া উচিত।
বাদায়েউস সানায়ে ৪/২২৮; আলবাহরুর রায়েক ৪/২৯৬; ফাতহুল কাদীর ৪/৩৭৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৪০; আদ্দুররুল মুখতার ৩/৭৩৫; আহসানুল ফাতাওয়া ৫/৪৯১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
- গত রমযানের প্রথম দিন আমাদের মুয়াযযিন সাহেব ওয়াক্ত আসার আগেই...
- প্রায় তিন বছর আগে আমি আমার মায়ের মাথা ছুঁয়ে কসম...
- প্রায় তিন বছর আগে আমি আমার মায়ের মাথা ছুঁয়ে কসম...
- গত রমযানে আমি তাবলীগে ছিলাম। একদিন রোযার মাসআলা সংক্রান্ত আলোচনায়...
- হাজী মুহাম্মাদ ইয়াছীন সাহেব ১৩৩৮ সালে মসজিদের জন্য নিজ বাড়িতে...
- ইমামের পিছনে যদি নামায পড়া সহীহ না হয় (অর্থাৎ তার...
- ইতিকাফকারী মসজিদ থেকে কখন বের হতে পারবে এবং কখন পারবে না?
- হারাম উপার্জন কারীর নিকট মেয়ে বিয়ে দেওয়া ৷
- দ্বীনি উদ্দেশ্যে অমুসলিমকে মসজিদে নিয়ে আসা৷
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ তাবলীগ