ফতোয়া নং: ৪৯৭৬
তারিখ:
১৬-অক্টোবর-২০১৭
বিষয়:
গোসল ফরয অবস্থায় কবর যিয়ারত করা ৷
প্রশ্ন
আমি একদিন গোসল ফরয অবস্থায় আমাদের পারিবারিক কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করার সময় একটু দাড়িয়ে দুআ দরুদ পাঠ করে যিয়ারত করে আসলাম ৷ পরে এক ব্যক্তির কাছে শুনলাম, গোসল ফরয অবস্থায় কবর যিয়ারত করা জায়েয নেই। বিষয়টি কতটুকু সঠিক?
উত্তর
গোসল ফরয অবস্থায় কবর যিয়ারত করা নিষিদ্ধ নয়। তবে এ অবস্থায় যিয়ারতে গেলে কুরআন মাজীদের কোনো আয়াত পড়তে পারবে না। মৃতের জন্য দুআ-দরূদ পড়তে পারবে। অবশ্য নাপাক অবস্থায় কবর যিয়ারত না করাই শ্রেয়। কখনো কোনো কারণে গোসল করতে বিলম্ব হলে যিয়ারতের আগে অন্তত অযু করে নিবে।
-রদ্দুল মুহতার ১/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-রদ্দুল মুহতার ১/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
- আমার একজন খালা গত তিন বছর আগে ব্রেন স্ট্রোক করেন।...
- আমি একজন মুয়াযযিন। মসজিদের নির্দিষ্ট কোনো খাদেম না থাকায় প্রায়ই...
- আমাদের মসজিদের অযুখানাটি খুবই ছোট ও সংকীর্ণ। নামাযের সময় খুব...
- আমি একদিন বাসায় অযু করি। পানির লাইনে পানি কম থাকায়...
- একদিন আমার ছোট ভাই চাকু দিয়ে ফল কাটার সময় হাত...
- একদিন আমি একটি বড় গামলা নিচে রেখে অযু করি। পরে...
- একদিন মসজিদে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গেছে। তাই দ্রুত...
- রাশেদ একদিন কল ছেড়ে অযু করছিল। অযুর পানিগুলো একটি বালতিতে...
- এক ব্যক্তি তাড়াহুড়ো করে অযু করে এসে নামাযে দাঁড়িয়ে গেছে।...
- আমি একটি মসজিদের মুয়াযযিন। সাধারণত আযানের আগেই আমি নামাযের প্রস্তুতি...
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ অজু