ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৭১
তারিখ: ১-অক্টোবর-২০১৭
বিষয়:

কুরবানীর গোশত কতদিন জমিয়ে রেখে খেতে পারবে?

প্রশ্ন
হুজুর! কুরবানীর গোশত কতদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে? কেউ বলে তিনদিন কেউ বলে সাতদিন৷ আবার অনেককেই দেখা যায় ফ্রীজে বহুদিন যাবৎ রেখে খায় ৷ এ বিষয়ে শরীয়তের সঠিক বিধান জানতে চাই৷
উত্তর
কুরবানীর গোশত যতদিন ইচ্ছা ততদিন জমিয়ে রেখে খাওয়া জায়েয ৷
তিনদিন সাতদিন এমন কোনো নির্দিষ্ট সময় নেয় যার পর আর খাওয়া যাবে না ৷ বরং সাত দিনেরও অধিক জমিয়ে রেখে খাওয়া জায়েয।
-সহীহ মুসলিম ২/১৫৯, ইলাউস সুনান ১৭/২৭০বাদায়েউস সানায়ে ৪/২২৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী