ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৬৬
তারিখ: ৩১-সেপ্টেম্বর-২০১৭
বিষয়:

ক্রয়ের পর পানাহার ছেড়ে দেয়ার কারণে দুর্বল হয়ে যাওয়া পশুর কুরবানী৷

প্রশ্ন
হুজুর গত চার দিন আগে কুরবানীর জন্য গরু ক্রয় করেছি ৷ কিন্তু কিনে আনার পর বাড়িতে গরুটি কিছু খাচ্ছে না ৷ না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে এবং খুব দুর্বল হয়ে যাচ্ছে ৷ জানার বিষয় হল, উক্ত গরু দ্বারা কুরবানী করতে কোনো সমস্যা আছে কি না?
উত্তর
এমন শুকনো দুর্বল পশু, যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানী করা জায়েয নয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার গরুটি যদি কুরবানীর দিন এমন দুর্বল হয়ে যায় যে, হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে অক্ষম, তাহলে তা দ্বারা ওয়াজিব কুরবানী জায়েয হবে না ৷ এমন দুর্বল না হলে কুরবানী করতে কোনো সমস্যা নেই৷
-জামে তিরমিযী ১/২৭৫,বাদায়েউস সানায়ে ৪/২১৪; আলমগীরী ৫/২৯৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী