ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৫২
তারিখ: ১৪-অগাষ্ট-২০১৭
বিষয়:

প্রয়োজন অতিরিক্ত জমি থাকলে কি হজ্ব ফরয হয়?

প্রশ্ন
আমার কাছে হজ্ব করার মত কোনো টাকা-পয়সা নেই৷ তবে আমি অনেকগুলো জমির মালিক। অনেক জমি এমন রয়েছে, যা খোরাকির প্রয়োজন অতিরিক্ত। জানতে চাই আমার উপর কি হজ্ব ফরয?
উত্তর
সংসারের খরচের জন্য প্রয়োজন হয় না এমন জমি বিক্রি করলে যদি আপনার হজ্বের খরচ হয়ে যায় তাহলে আপনার উপর হজ্ব করা ফরয। অতএব হজ্ব করার মত টাকা হাতে না থাকলে জমি বিক্রি করে হলেও আপনাকে হজ্বে যেতে হবে।
-বাদায়েউস সানায়ে ২/২৯৮; ফাতাওয়া খানিয়া ১/২৮২; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৭২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ হজ্ব