ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৩৭
তারিখ: ২৭-জুলাই-২০১৭
বিষয়:

ইতেকাফকারী ইস্তেঞ্জার জরুরতে বাসা-বাড়িতে যাওয়া৷

প্রশ্ন
আমাদের মহল্লার মসজিদে এক চাচা ইতিকাফে বসেছে। কিন্তু মসজিদের কোনো ইস্তেঞ্জাখানা না থাকায় বাসায় এসে জরুরত সারতে হয়৷ বাসা থেকে ইস্তেঞ্জা সেরে মসজিদে এসে অযু করে৷ জানতে চাই, এভাবে তার ইতিকাফ কি আদায় হবে কিনা?
উত্তর
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের মহল্লার মসজিদে ইতেকাফ কারীর ঐ ইতিকাফ সহীহ হবে। কেননা ইস্তেঞ্জার জরুরুতে মসজিদের বাইরে যাওয়া জায়েয।
আর মসজিদের ইস্তেঞ্জাখানা না থাকলে বাসা-বাড়িতে গিয়ে ইস্তেঞ্জা করা জায়েয।
-সহীহ বুখারী ১/২৭২; আলমুহীতুল বুরহানী ৩/৩৭৯; আদ্দুররুল মুখতার ২/৪৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২১২৷
উত্তর প্রদানে মুফতীঃ মেরাজ তারসীৱ মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ