ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯২২
তারিখ: ১১-জুলাই-২০১৭
বিষয়:

রোযা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা ও চুমু খাওয়া ৷

প্রশ্ন
হুজুর রোযা রেখে স্ত্রীকে চুমু দিলে কি কোন সমস্যা হবে? স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু দিলে কি রোযা ভেঙ্গে যাবে? জড়িয়ে ধরার সময় পুরুষাঙ্গ দিয়ে পাতলা পানি বের হলে রোযার কি হুকুম? জানালে উপকৃত হবো ৷
উত্তর
রোযা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরলে বা চুমু খেলে রোযা ভাঙ্গবে না ৷ এবং এমতাবস্থায় পুরুষাঙ্গ দিয়ে মযি তথা পাতলা পানি বের হলেও রোযার কোনো ক্ষতি হবে না ৷ তবে যদি জড়িয়ে ধরলে বা চুমু খেলে বীর্য বের হয়ে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে ৷
অবশ্য, রোযা অবস্থায় যদি কেউ স্ত্রীকে জড়িয়ে ধরলে বা চুমু খেলে নিজেকে কন্ট্রোল রাখতে সমস্যা হয় বা সহবাসে লিপ্ত হওয়ার উপক্রম হয় তাহলে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া মাকরুহ ৷
-আদদুররুল মুখতার ২/১১২; আননাহরুল ফায়েক ২/২৭; আল মারাকি আলত ত্বাহতাবী, পৃ: ৫৬০; ফতওয়ায়ে মাহমুদিয়া ১৫/১৮৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ স্বামী-স্ত্রী