ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯০৫
তারিখ: ২৭-জুন-২০১৭
বিষয়:

তারাবীর নামাযে দ্রুতগতিতে কুরআন তিলাওয়াত করা ৷

প্রশ্ন
হযরত! বর্তমানে যে তারাবীহ নামাযে দ্রুতগতিতে তিলাওয়াত করা হয়, তা কতটুকু শরীয়তসম্মত? এতে কি তারাবীহ নামায আদায় হবে? অনেক সময় হাফেয সাহেবের পড়া-ই বুঝা যায় না ৷ এতে কি খতম আদায় হবে?
উত্তর
কুরআনের শব্দ স্পষ্ট করে অন্যান্য নামাযের চেয়ে দ্রুতগতিতে তারাবীর নামাযে কোরআন তেলাওয়াত করতে কোন সমস্যা নেই ৷ কিন্তু তিলাওয়াত এত বেশি দ্রুত হওয়া যে কোরআনের শব্দই স্পষ্ট হয় না, তাহলে বৈধ হবে না। খতমও আদায় হবে না ৷ অবশ্য ফরজ ক্বিরাত পরিমান তিলাওয়া বুঝা গেলে নামায হয়ে যাবে ৷
-রদ্দুল মুহতার: ১/৫৪১; ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১১৭ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ