ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯০৪
তারিখ: ২৭-জুন-২০১৭
বিষয়:

কোনো কারণে পিছন থেকে হাফেয সাহেবের তিলাওয়াত শুনতে না পেলে খতম আদায় হবে কি না?

প্রশ্ন
খতমে তারাবীহ চলাকালীন তন্দ্রার কারণে বা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সাউন্ডবক্স বন্ধ হয়ে গেলে
কেউ যদি হাফেয সাহেবের তিলাওয়াত বা তিলাওয়াতের কোনো অংশ শুনতে না পায় তাহলে কি তার খতম আদায় হবে? সে কি পরিপূর্ণ খতমের সাওয়াব পাবে?
উত্তর
জ্বী, হ্যাঁ, কোনো কারণে মুক্তাদি হাফেয সাহেবের তিলাওয়াত শুনতে না পেলেও খতম আদায় হয়ে যাবে ৷ এবং খতমের পরিপুর্ন সাওয়াব পেয়ে যাবে। তবে এর জন্য শর্ত হল, রাকাত পেতে হবে এবং তিলাওয়াতের পুর্ন সময় নামাযে শরীক থাকতে হবে ৷
-আপকে মাসায়েল আওর উনকা হল: ৩/৬৮; নিজামুল ফাতাওয়া: ৫/৯৪৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ