ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯০২
তারিখ: ২৭-জুন-২০১৭
বিষয়:

ক্বেরাত স্মরণ করার জন্য তারাবীর নামাযের সিজদায় গিয়ে তিলাওয়াত করা ৷

প্রশ্ন
হযরত! তারাবী ও রোজা সম্পর্কে প্রয়োজনীয় মাসালা নাসায়েল নিয়ে পোষ্ট করলে সকলে উপকৃত হত৷
আর আমার একটি প্রশ্ন, আমি একজন হাফেয । রমজানে তারাবী পড়াই ৷ তারাবীর নামায পড়ানোর সময় পরের রাকাতের কেরাত স্মরণ করার জন্য সিজদায় গিয়ে আমি অনেক সময় নিম্নস্বরে একটু কুরআন তিলাওয়াত করি । আমার জানার বিষয় হল,
এতে নামাযের কোনো ক্ষতি হবে কি না?
উত্তর
তাবারীহ ও রোজা সংক্রান্ত বিষয়ে প্রতিদিন তারাবীর নামাযের পর পোষ্ট করা হবে ইনশাল্লাহ ৷ মহান পরওয়ারদিগার যেন সুস্থ ও সবল রাখেন আপনাদের নিকট সেই দোয়া প্রার্থী ৷
আপনার মসয়ালার উত্তরঃ রুকু ও সিজদায় কুরআন তিলাওয়াত করা নিষেধ। মুসলিম শরীফের হাদীসে এসেছে, হযরত আলী রা. থেকে বর্নিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ আমাকে রুকু বা সিজদায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন। তাই রুকু-সিজদায় ইচ্ছাকৃত কুরআন পড়লে নামায মাকরূহ তাহরীমী হবে। সুতরাং তা থেকে বিরত থাকা আবশ্যক ৷ আর যদি ভুলে কেউ পড়ে ফেলে এবং তা এক আয়াত বা তার বেশি হয় তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
-সহীহ মুসলিম, হাদীস ৪৮০; আলবাহরুর রায়েক ২/৯৭; আলমুহীতুল বুরহানী ৩/৩১৩; রদ্দুল মুহতার ১/৬৫৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ