ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৭৪
তারিখ: ১২-জুন-২০১৭
বিষয়:

গ্যারান্টি ওয়ারেন্টির শর্তে পন্য ক্রয়-বিক্রয় ও নির্ধারিত সময়ের ভিতরে পন্য ফেরত বা ঠিক করে দেয়া ৷

প্রশ্ন
বর্তমানে অনেক পণ্যের সাথে নির্দিষ্ট মেয়াদের জন্য গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়ে থাকে। গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তে ক্রয়বিক্রয় করা জায়েয কি না? এক্ষেত্রে গ্যারান্টিযুক্তমেয়াদের ভিতরে নষ্ট হয়ে গেলে নতুন পণ্য দেওয়া ও ওয়ারেন্টিযুক্ত পন্য নষ্ট হলে পুরাতন পণ্য ঠিক করে দেওয়ার ব্যাপারে বিক্রেতা বাধ্য থাকবে কি না? জানালে উপকৃত হবো ৷
উত্তর
জ্বী হাঁ, গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তে পণ্য ক্রয়-বিক্রয় করা শরীয়তে জায়েয আছে । এবং এসব পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্ত অনুযায়ী বিক্রেতা নতুন পণ্য দিতে বা পুরাতন পণ্য ঠিক করে দিতে বাধ্য থাকবে। এক্ষেত্রে ক্রয়-বিক্রয়ের সময় গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তাবলি ও নিয়মাবলি সম্পূর্ণভাবে লিখে উভয় পক্ষ স্বাক্ষর করে নিতে হবে। যেন পরবর্তীতে এ নিয়ে কোনো ঝগড়া না হয়।
-তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৬৩৫ ;শরহুল মাজাল্লাহ ২/৬৪; রদ্দুল মুহতার ৫/৮৮ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷


পসঙ্গঃ
পড়ার অনুপযুক্ত কুরআন শরীফ, কায়দা , আমপারা কি করবে ?
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরআন