ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৬৭
তারিখ: ১২-জুন-২০১৭
বিষয়:

বাবার হারাম কামাই সন্তানের জন্য গ্রহন করা ৷

প্রশ্ন
মুফতী সাহেব ! আমাকে একটি সমস্যা থেকে উদ্ধার করেন ৷ আমি খুব বিপদে আছি ৷ আমি কলেজ স্টুডেন্ট ৷লেখা পড়ার সব খরচ বাবা বহন করেন ৷ কিন্তু বাবার উপার্জন সব হারাম পন্থায় ৷ বাবাকে অনেক বুঝানো হয়েছে ৷ কিন্তু বাবা মানছে না ৷ জানার বিষয় হলো, আমি আমার বাবা থেকে খরচ নিতে পারবো কি না?
উত্তর
হারাম উপার্জনকারী পিতার কামাই প্রাপ্তবয়স্ক ছেলের জন্য ভোগ করা বৈধ নয় ৷ সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি নিজে উপার্জন করে খরচ চালানোর মত সামর্থ থাকলে আপনার বাবার হারাম পন্থায় উপার্জিত টাকা-পায়সা নেয়া আপনার জন্য বৈধ হবে না ৷ তবে যদি নিজে উপার্জন করার মত সামর্থ না থাকে, প্রয়োজন পরিমান আপনার বাবা থেকে টাকা-পয়সা নিতে পারবেন ৷ প্রয়োজন অতিরিক্ত নেয়া বৈধ নয় ৷
-ইহয়াউ উলুমিদ দ্বীন ২/১৪৭, ফতওয়ায়ে আলমগীরী ৫/৩৪২; ফতাওয়ায়ে শামী ৬/২৪৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ লেন-দেন