ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৫২
তারিখ: ২১-মে-২০১৭
বিষয়:

ঘুরতে গেলেও কি নামায কসর পড়তে হবে?

প্রশ্ন
মুফতী সাহেব! আমাদের বাড়ি ঢাকা ৷ আমরা কয়েকজন বন্ধু কয়েকদিনের জন্য কক্সবাজার এসেছি ঘুরতে ৷ আপনার নিকট জানার বিষয় হলো, ঘুরতে আসার কারনেও কি আমাদের নামায কসর পড়তে হবে? এবং আমরা জামাতে পড়লে কি পুর্ন পড়ব নাকি কসর পড়ব? জানিয়ে বাধিত করবেন ৷
উত্তর
সফর সমপরিমান রাস্তা অতিক্রম করার নিয়তে নিজ এলাকা থেকে বের হলেই মুসাফির ৷ অতএব আপনারা ঘুরতে যাওয়ার কারণেও মুসাফির হিসেবে গন্য হবেন ৷ অতএব আপনাদের নামায কসর তথা চার রাকাত বিশিষ্ট ফরজ নামায দু রাকাত করে পড়তে হবে ৷ এবং মুসাফির ইমামের পিছরে পড়লে নামায কসর পড়বেন ৷ মুকীম ইমামের পিছনে পড়লে পুর্ন পড়তে হবে৷
-ইলাউস সুনান ৭/৩১০; আদ্দুররুল মুখতার ২/১২১; বাদায়েউস সানায়ে ১/২৬১; ফাতাওয়া খানিয়া
১/১৬৪; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৭১ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ সফর