ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৫০
তারিখ: ১৪-মে-২০১৭
বিষয়:

নামাযে ভুলে তাশাহহুদের স্থলে সূরা ফাতেহা পড়ে ফেললে করনীয় ৷

প্রশ্ন
হুজুর আমি আজ মাগরীবের নামাযের শেষ বৈঠকে তাশাহহুদের জায়গায় ভুলবশত সূরা ফাতিহা পড়ে
ফেলি। পরে মনে হলে তাশাহহুদ, দরূদ ও দুআ পড়ে নামায শেষ করে। সাহু সেজদা দেয়নি ৷ জানতে চাই, আমার নামায কি আদায় হয়েছে? নাকি পুনরায় পড়তে
হবে?
উত্তর
প্রশ্নে বর্নিত সুরতে তাশাহহুদের স্থলে সূরা ফাতেহা পড়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। যেহেতু আপনি সাহু সেজদা দেননি, তাই নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি।
-ফাতহুল কাদীর ১/৩০৮; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; আলবাহরুর রায়েক: ১/২৯৬; শরহুল মুনইয়া পৃ. ২৯৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷


উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ