ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৪২
তারিখ: ১৪-মে-২০১৭
বিষয়:

ব্যভিচারের মাধ্যমে জন্ম লাভ হওয়া সন্তান ব্যভিচার কারির পরিত্যক্ত সম্পত্বির উত্তরাধিকার হবে কিনা?

প্রশ্ন
হুজুর আমার এলাকায় ব্যভিচারের মাধ্যমে এক ব্যক্তির সন্তান জন্ম লাভ হয়। কয়েক মাস পর ওই ব্যক্তি
মারা যায় ৷ অতপর উক্ত সন্তানের মা তার বাবার উত্তারাধিকারী হিসেবে সম্পত্বি দাবী করে ৷ মৃত ব্যক্তি ছেলেরা তাকে অংশ দিতে অস্বীকার করে। তাই জানার
বিষয় হল, আসলে কি সে ওই ব্যক্তির পরিত্যাক্ত সম্পদ থেকে কিছু পাবে না? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
অবৈধ সন্তান ব্যভিচারীর পরিত্যক্ত সম্পদ থেকে কোনো অংশ পায় না। কারন শরীয়ত এক্ষেত্রে বংশ সূত্রের স্বীকৃতি দেয় না। আর বংশ সূত্র ছাড়া উত্তারাধিকারের অধিকারী হয় না। অতএব প্রশ্নোক্ত সুরতে উক্ত অবৈধ সন্তান ব্যভিচার কারির পরিত্যক্ত সম্পত্বি থেকে কোন অংশ পাবে না ৷
-জামে তিরমিযী ২/৩৩; আলমুহীতুল বুরহানী ২৩/৩৬৪; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৫২; তাকমিলা আলবাহরুর রায়েক ৮/৫০৩৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবিধ