ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮২৫
তারিখ: ৪-এপ্রিল-২০১৭
বিষয়:

দাড়িয়ে নামায পড়া কষ্টকর হলে নামাযের ভিতরে বসে যাওয়া ৷

প্রশ্ন
আমার দাদা বার্ধক্যের দরুন শরীর দুর্বল হয়ে গেছে । সবসময় দাড়িয়ে নামায পড়তে পারে না ৷ কখনো বসে কখনো দাড়িয়ে নামায আদায় করে ৷ মাঝে মাঝে দাঁড়িয়ে নামায শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর দুর্বলতা বোধ করায় অর্ধেক নামায বসে আদায় করে। জানার বিষয় হলো, এভাবে নামায পড়লে আমার দাদার নামায আদায় হয় কি না?
উত্তর
দাঁড়িয়ে নামায পড়া অধিক কষ্টকর হলে বসে নামায পড়া জায়েয। এবং নামাযের মাঝে দাঁড়ানো কষ্টকর হয়ে গেলেও অবশিষ্ট নামায বসে আদায় করা জায়েয। অতএব প্রশ্নে বর্নিত সুরতে আপনার দাদা দাঁড়িয়ে নামায শুরু করার পর বাকি নামায বসে পড়ার কারণে
নামাযের কোনো ক্ষতি হয়নি। নামায সহীহ হয় যাবে ৷
-সহীহ বুখারী ১/১৫০; বাদায়েউস সানায়ে ১/২৮৮; আলবাহরুর রায়েক ২/১১৬; মাবসূত, সারাখসী ১/২১৮৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ