ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮১২
তারিখ: ১২-মার্চ-২০১৭
বিষয়:

ফরজ নামাযের একই রাকাতে একাধিক সূরা পড়া ৷

প্রশ্ন
হুজুর আমি গতকাল ফজর নামাযে এক রাকাতে সূরা হুমাযাহ ও সূরা ফীল পড়েছি এবং মাঝে বিসমিল্লাহও পড়েছি। জানার বিষয় হলো, এভাবে ফরজ নামাযের একই রাকাতে একাধিক সূরা পড়লে কোনো সমস্যা আছে কি না? এবং আমার নামায হয়েছে কি না?
উত্তর
ফরজ নামাযের একই রাকাতে ইচ্ছাকৃতভাবে একাধিক সূরা পড়া অনুত্তম ৷ তবে এভাবে একই রাকাতে পর পর দুই বা ততোধিক সূরা পড়লে নামাযের কোনো ক্ষতি হয় না ৷ অতএব আপনার নামায হয়ে গেছে ৷
-রদ্দুল মুহতার ১/৫৪৬ ; আননাহরুল ফায়েক ১/২৩৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ