ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮০৪
তারিখ: ১৪-ফেব্রুয়ারি-২০১৭
বিষয়:

বাথরুমে হাই কমোড বানানো ও হাই কমোডে পেশাব পায়খানা করা ৷

প্রশ্ন
হুজুর কিছুদিন আগে এক আত্বীয়ের বাসায় গিয়েছিলাম, ঐ বাসায় প্রতিটা বাথরুমে হাই কমোড বসানো ৷ হাই কমোডে এস্তেঞ্জা করতে হয়েছে৷ জানার বিষয়ে হলো, এসব হাই কমোড বানানো বিধান কি? এবং হাই কমোডে এস্তেঞ্জা করা বৈধ কিনা? অন্য বাথরুম না থাকলে করনীয় কি? জানাবেন প্লীজ ৷
উত্তর
প্রয়োজন ছাড়া ফ্যাশন স্বরূপ বাথরুমে হাই কমোড বানানো মাকরুহে তাহরীমি ৷ তবে প্রয়োজনে হাই কমোড বানানো জায়েয ৷ যেমন কারো জন্য বসে প্রস্রাব পায়খানা কষ্টকর। তাহলে তার জন্য হাই কোমড বানানো ও হাই কমোডে এস্তেঞ্জা করা বৈধ ৷ তাই প্রয়োজন ছাড়া হাই কমোড না বানানো উচিত ৷ আর বসে পেশাব পায়খানা করতে পারে এমন ব্যক্তির জন্য হাই কমোডে এস্তেঞ্জা করাও মাকরুহে তাহরীমি ৷ তবে যদি হাই কমোড ছাড়া আর কোন বাথরুম না থাকে, তাহলে হাই কমোডে এস্তেঞ্জা করতে পারবে ৷
তিরমিযি শরীফ, হাদীসঃ ১২; রদ্দুল মুহতার ১/৩১; ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৫০; জাদিদ ফিক্বহী মাসায়েল-১/৫৭৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জায়েয-নাজায়েজ