ফতোয়া নং: ৪৭৩৬
তারিখ:
১-ডিসেম্বর-২০১৬
বিষয়:
স্ত্রী স্বামীকে বাপ বলার হুকুম৷
প্রশ্ন
স্বামী-স্ত্রীর মাঝে প্রচন্ড ঝগড়া হয়৷ এক পর্যায়ে স্বামী স্ত্রীকে প্রহার করতে থাকে। এরই মাঝে স্ত্রী স্বামীকে বাপ বলে সম্বোধন করে। জানার বিষয় হলো, এতে শরয়ী কোনো সমস্যা হয়েছে কি না? তাদের এখন বিবাহ বন্ধন বহাল আছে কি না?
উত্তর
প্রশ্নে বর্নিত সুরতে প্রশ্নোক্ত স্বামী- স্ত্রীর বৈবাহিক বন্ধন নষ্ট হয় নাই৷ এবং তাদের বৈবাহিক সম্পর্ক বাহল রয়েছে। তবে স্মরণ রাখতে হবে স্ত্রীর জন্য
স্বামীকে এ ধরনের কথা বলা সম্পূর্ণ শরিয়ত পরিপন্থী, জঘন্য গুনাহ ও গর্হিত কাজ। অতএব তাকে তওবা ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কথার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সর্তক থাকতে হবে। এবং স্বামির জন্যও কর্তব্য অগত্যা স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া ৷ এবং কোন ধরনের মারপিট না করা৷
- আল বাহরুর রায়েক : ৪/১৫৯; ফাতওয়া শামি : ৩/৪৬৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
স্বামীকে এ ধরনের কথা বলা সম্পূর্ণ শরিয়ত পরিপন্থী, জঘন্য গুনাহ ও গর্হিত কাজ। অতএব তাকে তওবা ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কথার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সর্তক থাকতে হবে। এবং স্বামির জন্যও কর্তব্য অগত্যা স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া ৷ এবং কোন ধরনের মারপিট না করা৷
- আল বাহরুর রায়েক : ৪/১৫৯; ফাতওয়া শামি : ৩/৪৬৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
- স্বামী-স্ত্রী একে অপরকে ঘুম থেকে জাগ্রত করার উদ্দেশ্যে পানি ছিটানো ৷
- আমার এক বন্ধু মাঝেমধ্যে রসিকতার ছলে স্ত্রীকে আপু বলে ডাকে।...
- গত কয়েক মাস আগে আমার স্ত্রী মারা যায়। এরপর আমি...
- আমার এক চাচাত ভাইয়ের সাথে এক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল।...
- কোনো মহিলার স্বামী খোলা তালাক দিলে খোলা তালাকদাতা স্বামী তার...
- আমাদের এলাকায় প্রচলন আছে, স্ত্রীর পক্ষ থেকে স্বামী ফিতরা আদায়...
- আমি দিনের বেলা ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে ওঠার পর স্ত্রী...
- আমি নিয়মিত মসজিদেই নামায পড়ি। কখনো মসজিদে যেতে দেরি হয়ে...
- কেউ যদি তার স্ত্রীর সাথে হায়েয অবস্থায় সহবাস করে। এখন...
- গত জানুয়ারি মাসে আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে। ইদ্দতের...
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ স্বামী-স্ত্রী