ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৭২৯
তারিখ: ১-ডিসেম্বর-২০১৬
বিষয়:

নারি ও পুরুষের লাশে সুগন্ধি ব্যবহার করা৷

প্রশ্ন
মানুষ মৃত্যুর পর লাশে সুগন্ধি লাগানো হয়।
এখন জানার বিষয় হল, লাগানো শরীয়ের দৃষ্টিতে কেমন? এবং মহিলাদের লাশেও কি
সুগন্ধি লাগানো যাবে?
উত্তর
লাশে সুগন্ধি লাগানো মুস্তাহাব৷ মহিলাদের লাশেও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব।
-মুসান্নাফ আবদুর রাযযাক ৩/৪১৬; শরহুল মুনইয়্যাহ পৃ. ৫৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬১; আলবাহরুর রায়েক ২/১৭৩
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ মৃত্যু-জানাজা