ফতোয়া নং: ৪৬২৬
তারিখ:
১-নভেম্বর-২০১৬
বিষয়:
তাবীজ কবজ ঝাড়ফুক ইত্যাদির ব্যবহার৷
প্রশ্ন
ঝাড়ফুক, তাবিজ, কবজের শরঈ বিধান কি? ¤ঝাড়ফুক, তাবিজ, কবজ দিয়ে বিনিময় নেওয়া কি জায়েয আছে?
উত্তর
ঝাড়ফুক তাবিজ কবজ চার শর্তে জায়েয আছে; (১) কুফুরী কালাম না হওয়া। (২) লেখাগুলো অস্পষ্ট না হওয়া। (৩) কোন নাজায়েয কাজের জন্য না হওয়া। (৪) এমন আক্বীদা না থাকা যে, তাবিজের মধ্যে ই ভালো করার ক্ষমতা রয়েছে। কারন ভালো করার মালিক একমাত্র আল্লাহ। ¤উল্যেখিত শর্ত অনুযায়ী রুগ মসিবতে ঝাড়ফুক, তাবিজ, কবজ গ্রহন করাও বৈধ৷ তাবীজ কহজ দিয়ে বিনিময় নেওয়া জায়েয আছে। মুসলিম শরিফ, হাদিস নং ৫৬৭, মুসান্নাফ ইবনে আবি শাইবা- হাদিস নং ২৪০১৩, ফতোয়ায়ে শামী - ৬/৩৬৩৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসিন
01756473393
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
- আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দুআ, ইস্তেগফার করা ৷
- বিড়াল পালা কি জায়েয? অনেকের ঘরেই দেখা যায় বিড়াল থাকে।...
- মহিলাদের জন্য নকল চুল ব্যবহারের হুকুম কী? শুনেছি তাদের জন্য...
- আমি একজন হেফজখানার শিক্ষক। আমার হেফজখানায় কয়েকজন নাবালেগ বাচ্চাও পড়াশোনা...
- আমার একটি ছেলে জন্মের সতের দিন পরে মারা গেছে। এখন...
- ১. যাকে দেখা নাজায়েয তার ছবিও কি দেখা নাজায়েয?২. বিভিন্ন...
- আকীকা করা মূলত কার দায়িত্ব? বাবার বর্তমানে দাদা, নানা বা...
- আমার বড় ভাই একটি ছাগল যবাই করছিলেন। তখন আমি তাকে...
- এক ব্যক্তি ১০ যিলহজ্ব সকালে মুযদালিফা থেকে মিনায় যাওয়ার সময়...
- আমার দুআ কুনূত মুখস্থ নেই। এখন বিতরের তৃতীয় রাকাতে দুআ...
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবিধ