ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৬০৮
তারিখ: ১-নভেম্বর-২০১৬
বিষয়:

গরু-ছাগল সদকার মান্নত করার পর তার মূল্য পরিশোধ করা৷

প্রশ্ন
কেউ যদি এই বলে মান্নত করে যে, যদি সে সুস্থ্য হয়, তাহলে উক্ত গরু বা ছাগলটি দান করে দিবে। এখন সুস্থ্য হওয়ার পর তার বদলে যদি মূল্য দান করে, তাহলে তার মান্নত পূর্ণ হবে কি?
উত্তর
হ্যাঁ, উক্ত ছাগলের মূল্য পরিশোধ করেলেও তার মান্নত পূর্ণ হবে। এবং ছাগলও সদকা করতে পারে। এমনি
দলিলঃ
ফতওয়ায়ে খানিয়া আলা হামেশে হিন্দিয়া ১/৬৯; তাতারখানিয়া ৫/৪১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কসম-মান্নত