ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৫৪৫
তারিখ: ১-অক্টোবর-২০১৬
বিষয়:

ঈদের নামাযের পর প্রচলিত মুসাফাহা মুআনাকা৷

প্রশ্ন
ঈদের নামায পর দেখা যায় লোকজন একে অপরের সাথে মুসাফাহা, মুয়ানাকা ( কোলাকুলি) করে৷ অথচ একে অপরের সাথে আগেই দেখা সাক্ষাৎ হয়ে গেছে৷ জানার বিষয় হলো, প্রচলিত মুসাফাহা, মুয়ানাকা করা বৈধ কিনা?
উত্তর
একে অপরের সাথে মুসাফাহা, মুআনাকা করা শরীয়তসম্মত৷ এবং সুন্নতও বটে। তবে সবসময় নয়, বরং বিশেষ পদ্ধতি ও বিশেষ অবস্থায়। তা হলো কারো সাথে প্রথম সাক্ষাৎ ও কাউকে বিদায়ের সময়।
তাই প্রচলিত নিয়মানুযায়ী ঈদের নামাযের পর যে মুসাফাহা, মুআনাকা করা হয়, তা শরিয়ত সম্মত নয়। ইহা মাকরুহ ও বিদাআত। তবে কারো সাথে ঈদের নামাযের পর প্রথম সাক্ষাৎ হলে মুসাফাহা মুআনাকা করা জায়েয। কিন্তু বিদাআতের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ায় না করা উচিত।
ফতওয়ায়ে শামী ৫/৩৩৬; ইমদাদুল ফতোয়া ১/৭০৮; আহসানুল ফতোয়া ২/৩৫৪৷
উত্তপ প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ ঈদ