ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪৪৭
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

আমরা তো জানি, ইহরাম অবস্থায় সেলাইযুক্ত কাপড় পরা জায়েয নয়।...

প্রশ্ন
আমরা তো জানি, ইহরাম অবস্থায় সেলাইযুক্ত কাপড় পরা জায়েয নয়। প্রশ্ন হল , লুঙ্গির
ক্ষেত্রেও কি একই হুকুম ? না এক্ষেত্রে
মাসআলা ভিন্ন ?
উত্তর
ইহরাম অবস্থায় পুরুষের জন্য শরীরের কোন অঙ্গের আকৃতিতে সেলাই করা পোশাক পরা নাজায়েয। যেমন, পাঞ্জাবী, পায়জামা, গেঞ্জি ও মোজা ইত্যাদি। আর লুঙ্গি যেহেতু পায়জামার মত কোনো অঙ্গের আকৃতিতে বানানো নয় তাই সেলাইযুক্ত লুঙ্গি পরা নাজায়েয নয়। তবে খোলা চাদর পরলে যাদের সতরের অঙ্গগুলো বা তার অংশবিশেষ খুলে যাওয়ার
আশংকা না থাকে তাদের জন্য সেলাইযুক্ত লুঙ্গি
না পরাই উচিত। কেননা ইহরামের কাপড়
একেবারে সেলাইমুক্ত হওয়া উত্তম। তাই সম্ভব
হলে ইহরাম অবস্থায় সেলাইবিহীন চাদরই পরবে। কিন্তু সেলাইবিহীন চাদর পরলে কারো যদি সতর খুলে যাওয়ার আশংকা থাকে তবে তার জন্য সেলাই করা লুঙ্গি ব্যবহার করা অনুত্তম হবে না।
মানাসিক, পৃ. ৯৮, ১২০; ফাতাওয়া রহীমিয়া ৮/৭৫;
আহকামে হজ্ব, মুফতী মুহাম্মাদ শফী পৃ.৩৪৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তারসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ হজ্ব