ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪৪৫
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

মহিলাদের জন্য কি ইহরাম অবস্থায় হাত-মোজা , পা-মোজা পরা জায়েয...

প্রশ্ন
মহিলাদের জন্য কি ইহরাম অবস্থায় হাত-মোজা ,
পা-মোজা পরা জায়েয আছে? দলীল-
প্রমাণসহ জানালে উপকৃত হব। সহীহ
বুখারীতে নাকি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মহিলাদের
হাতমোজা পরতে নিষেধ করেছেন ?
উত্তর
মহিলাদের জন্য ইহরাম অবস্থায় হাতমোজা, পা- মোজা পরা জায়েয। হাদীস শরীফে আছে, সালেম রাহ. বলেন , আব্দুল্লাহ ইবনে উমর রা. মুহরিম মহিলাদের পা-মোজা কেটে দিতেন। কিন্তু
সফিয়া বিনতে আবু উবাইদা রা. তাঁর কাছে আয়েশা
রা.-এর এ হাদীস যখন বর্ণনা করলেন যে ,
‘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম
মহিলাদের পা-মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন ’ এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উমর রা. মুহরিম মহিলাদের পা-মোজা আর কেটে দিতেন না। সুনানে আবু দাউদ , হাদীস
১৮৩১
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি
বলেন , মহিলাগণ ইহরাম অবস্থায় হাত-মোজা ও পা-
মোজা পরিধান করতে পারবে। মুসান্নাফে ইবনে আবী শাইবা , হাদীস ১৪৪ সাআদ ইবনে আবী ওয়াক্কাস রা. থেকে
বর্ণিত, তিনি ইহরাম অবস্থায় তার কন্যাদেরকে হাত-
মোজা পরার নির্দেশ দিতেন। কিতাবুল উম
২/২২৩
কাসিম ইবনে মুহাম্মাদ , হাসান বসরী , হাকাম ও হাম্মাদ রাহ. প্রমুখ তাবেয়ীগণ থেকেও ইহরাম
অবস্থায় মহিলাদের হাতমোজা পরা জায়েয হওয়ার
কথা বর্ণিত আছে। মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৫৯৬৭, ১৪৪৪১ আর প্রশ্নে সহীহ বুখারীর উদ্ধৃতিতে যে হাদীস উল্লেখ করা হয়েছে তা মূলত মাওক‚ফ হাদীস। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর
উক্তি। (আস সুনানুল কুবরা , বাইহাকী ৪/৪৭ ; ফাতহুল
বারী ৪/৬৪) আর উপরে আমরা দেখেছি , একাধিক সাহাবী ও তাবেয়ীর মত এক্ষেত্রে এটিই যে , মহিলাগণ ইহরাম অবস্থায় হাতমোজা পরবে। ইমাম আবু হানীফা ও ইমাম শাফেয়ী রাহ.-সহ অনেক ফকীহের মতে এ অভিমতটিই অধিক শক্তিশালী। কিতাবুল উম ২/২২৩; আলমাবসূত সারাখসী ৪/৩৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ হজ্ব