ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪০৮
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা
এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো...

প্রশ্ন
মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা
এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো জরুরি কি
না? এই শর্ত না মানলে মুরগী খাওয়া যাবে
কি?
উত্তর
পশু-পাখি যবাইয়ের সময় যবাইকারীর জন্য আল্লাহ তাআলার নাম বলা জরুরি। হাদীস শরীফে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কথা উল্লেখ আছে। যদি যবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়েয হবে না।
-সূরা আনআম : ১২১; সহীহ বুখারী ২/৮২৭; ইলাউস সুনান ১৭/৫৮; রদ্দুল মুহতার ৬/৩০১; ফাতাওয়া
হিন্দিয়া ৫/২৮৫; ফাতহুল কাদীর ৮/৪০৯ আর জবাইয়ের সময় পশুর মাথা কিবলামুখী
করে বাম কাতে শোয়ানো মুস্তাহাব, জরুরি নয়। অবশ্য
ডান কাতে শোয়ালেও জবাই সহীহ হয়ে যাবে। জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত। জবাই সহীহ হওয়ার জন্য এটিও শর্ত নয়। -শরহু মুসলিম,নববী ১৩/১২১; তাকমিলা ফাতহুল
মুলহিম ৩/৫৬৩; বাযলুল মাজহূদ ১৩/১৪;বাদায়েউস
সানায়ে ৪/১৮৮; মাজমাউল আনহুর ৪/১৫৯; আননুতাফ ফিল ফাতাওয়া ১৪৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393


প্রলঙ্গঃ কোরবানির পশুতে সাত ভাগের এক ভাগে কয়েকজন গরীব অংশিদার হওয়া৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী