ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩৭৫৪
তারিখ: ১-ফেব্রুয়ারি-২০১৬
বিষয়:

দুই ব্যক্তি যখন জামাতে নামায আদায় করে তখন মুকতাদি ইমামের...

প্রশ্ন
দুই ব্যক্তি যখন জামাতে নামায আদায় করে তখন
মুকতাদি ইমামের ডান পাশে দাঁড়ায়। এক্ষেত্রে যদি
মুকতাদি লম্বা হওয়ার কারণে মুক্তাদির সিজদা ইমামের আগে চলে যায় তাহলে কি মুকতাদির নামায ফাসেদ হয়ে যাবে?
উত্তর
মুকতাদির পায়ের গোড়ালি ইমামের পায়ের গোড়ালির আগে বেড়ে না গেলে
মুকতাদির নামায ফাসেদ হবে না। অতএব দাঁড়ানো অবস্থায় পা ঠিক থাকলে মুকতাদি লম্বা হওয়ার কারণে সিজদায় তার মাথা ইমামের আগে চলে গেলেও কোনো সমস্যা হবে না।
-আলমাবসূত, সারাখসী ১/৪৩; শরহুল মুনইয়াহ ৫২০; বাদায়েউস সানায়ে ১/৩৯১
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ