ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩৭৪০
তারিখ: ১-ফেব্রুয়ারি-২০১৬
বিষয়:

আমাদের বাড়ির পাশে ১৯৬৮ সালে আমার দাদিকে কবর দেওয়া হয়।...

প্রশ্ন
আমাদের বাড়ির পাশে ১৯৬৮ সালে আমার দাদিকে কবর
দেওয়া হয়। বর্তমানে যথাযথভাবে সুরক্ষা সম্ভব হচ্ছে
না। এখন কবরটিকে ভেঙে তার উপর বসবাসের
উদ্দেশ্যে কোনো ঘর নির্মাণ করা বৈধ হবে কি না?
দয়া করে জানাবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে কবরটি অনেক পুরনো হয়ে
যাওয়ার কারণে লাশ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনাই যেহেতু
প্রবল এবং প্রশ্নের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে
যে, কবরটি ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবস্থিত তাই
কবরটিকে সমান করে দিয়ে তার উপর ঘরবাড়ি নির্মাণ করা এবং
সেখানে বসবাস করা জায়েয হবে।
তবে কবরটি যদি ওয়াকফিয়া জায়গায় হত তাহলে পুরাতন হলেও
তাতে অন্য কিছু করা জায়েয হত না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৫;
তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; রদ্দুল মুহতার ২/২৩৩; খানিয়া
৩/৩১৪; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৭০-৪৭১

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ মৃত্যু-জানাজা