ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩৭২২
তারিখ: ১-ফেব্রুয়ারি-২০১৬
বিষয়:

একদিন আমি আযান দেওয়ার সময় ‎ﺃﺷﻬﺪ ﺃﻥ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ...

প্রশ্ন
একদিন আমি আযান দেওয়ার সময় ‎ﺃﺷﻬﺪ ﺃﻥ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ বলার আগে ‎ﺃﺷﻬﺪ ﺃﻥ ﻣﺤﻤﺪﺍ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ বলে ফেলি। কিন্তু ভুল বুঝতে পেরে তা ঠিক করে পড়ে নিই। জানার বিষয় হল, এভাবে দোহরানোর কারণে আযান শুদ্ধ হয়েছে কি?
উত্তর
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে ﺃﺷﻬﺪ ‎ﺃﻥ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ থেকে আবার দোহরিয়ে বলা নিয়মসম্মতই হয়েছে। এর দ্বারা ঐ আযান শুদ্ধ হয়ে গেছে। -ফাতাওয়া খানিয়া ১/৭৯; বাদায়েউস সানায়ে ১/৩৬৯; আলমুহীতুল বুরহানী ২/৯৯;
খুলাসাতুল ফাতাওয়া ১/৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৬;
শরহুল মুনইয়াহ ৩৭৫; আলবাহরুর রায়েক ১/২৫৮;
রদ্দুল মুহতার ১/৩৮৯
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ