ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩০৫০
তারিখ: ১-জুলাই-২০১৫
বিষয়:

হিন্দুদের সালামে কী বলব?

প্রশ্ন
হিন্দুদের সালামে কী বলব?
উত্তর
কোনো হিন্দু বা বিধর্মী সালাম দিলে
জবাবে শুধু ‘‘ওয়া আলাইকুম’’ বলবেন। হাদীস
শরীফে এসেছে, আনাস ইবনে মালেক রা. বর্ণনা করেন, কয়েকজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর নিকট আরয করলেন, আহলে কিতাব আমাদেরকে সালাম দিয়ে থাকে। আমরা তাদেরকে কীভাবে এর উত্তর দিব?তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ‘‘ওয়া আলাইকুম’’ বলবে। -সহীহ মুসলিম, হাদীস ২১৬৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৪; আলবাহরুর রায়েক ৮/২০৪; ফাতাওয়া সিরাজিয়া ৭২; আদ্দুররুল মুখতার
৬/৪১২

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আদব-ব্যবহার