ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩০৪৪
তারিখ: ১-জুলাই-২০১৫
বিষয়:

তারাবীর নামাজের হুকুম কী? তারাবীর নামাজ কত রাকাত। কোন কোন...

প্রশ্ন
তারাবীর নামাজের হুকুম কী? তারাবীর নামাজ কত রাকাত। কোন কোন হাদিসে নাকি আট রাকাতের কথা এসেছে। সময়ের স্বল্পতা বা ব্যস্ততার কারণে কখনো আট রাকাত পড়তে কি কোন সমস্যা আছে? দয়া করে বিস্তারিত জানাবেন।
উত্তর
বিশ রাকাত তারাবীর নামাজ সুন্নত। তারাবীর রাকাত সংখ্যা বিশ (২০) হওয়ার উপর হক্বপন্থী সকল আলেমদের ইজমা (ঐক্য) কায়েম হয়েছে। যে সব হাদিসে ৮ রাকাত নামাজের কথা এসেছে তা তারাবিহ নয় বরং নফল নামাজের ক্ষেত্রে বর্ণিত। তাই সময়ের স্বল্পতা, ব্যস্ততা বা যে কোন কারণেই হোক বিশ (২০) রাকাতের চেয়ে কম পড়লে তার দ্বারা সাধারণ নফল নামাজের সওয়াব পাওয়া গেলেও তারাবিহ আদায় হবে না। উল্লেখ্য, ফরজ নামাজ ও তারাবি ছাড়া অন্য কোন নফল নামাজ এভাবে নিয়ম করে জামাতের সহিত আদায় করা বিদআ'ত সূত্রঃ- আবু দাউদ- ১/৪৫৪, হেদায়া- ১/৭০, শরহে নুকায়াহ- ১/১৪১, মারাকিল ফালাহ- ৮১, আল-আশবাহ- ৪৭, ফতওয়ায়ে রহিমিয়্যাহ ৮/১৮৮
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ