ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩০২৮
তারিখ: ১-জুলাই-২০১৫
বিষয়:

আমি একদিন রোজারত অবস্থায় টাঙ্গাইলের পিঠাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন...

প্রশ্ন
আমি একদিন রোজারত অবস্থায় টাঙ্গাইলের পিঠাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় একটি মাছি আমার মুখের ভেতর দিয়ে পেটে চলে যায়। আমার জানার বিষয় হল, এতে কি আমার রোজা ভেঙ্গে গেছে এবং আমার কি ঐ রোজা কাযা করতে হবে?
উত্তর
না, প্রশ্নে উল্যেখিত সুরতে আপনার রোজা ভাঙ্গেনি তাই ঐ রোজা কাযা করতে হবে না। দলিলঃ- দুররুল মুখতার ৩/৪২০; খানি ১/২০৮
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ