ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২৮৬৯
তারিখ: ১-মে-২০১৫
বিষয়:

জামান সাহেবের বাড়ি রংপুর। ব্যবসার উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম শহরে গেছেন।...

প্রশ্ন
জামান সাহেবের বাড়ি রংপুর। ব্যবসার উদ্দেশ্যে
তিনি চট্টগ্রাম শহরে গেছেন। সেখানে তিনি বিশ
দিন থাকবেন। কিন্তু দশ দিন অতিবাহিত হওয়ার
পর হঠাৎ বাড়ি থেকে তার মেয়ের অসুস্থতার খবর
আসে। তিনি সফর সংক্ষিপ্ত করে আরো একদিন থেকে বাড়ি যাওয়ার সিদ্ধান্তনেন। পেছনের দশদিনের চার রাকাত বিশিষ্ট নামায তো তিনি
মুকীম হিসেবে আদায় করেছেন কিন্তু এখন যেহেতু
তার বিশ দিন থাকা হচ্ছে না বরং সামনের একদিনসহ মোট এগারো দিন থাকা হবে তাই এ
অবস্থায় আগামী একদিনের নামায চট্টগ্রাম শহরে
থাকা অবস্থায় কীভাবে পড়বেন? কসর, নাকি পূর্ণ
নামায পড়বেন?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে চট্টগ্রাম শহরে থাকাকালীন
আগামী একদিনের নামাযও তাকে মুকীম হিসেবেই আদায় করতে হবে। কসর করা যাবে না। কেননা
চট্টগ্রাম শহরে পনেরো দিন বা তার অধিক থাকার
নিয়তে প্রবেশ করার দ্বারা তিনি সেখানে মুকীম
হয়ে গেছেন। সফরসম দূরত্বের উদ্দেশ্যে ঐ স্থান
ত্যাগ করার আগ পর্যন্ত তিনি মুকীমই থাকবেন।
শুধু নিয়ত পরিবর্তনের কারণে ইকামতের হুকুম
বাতিল হবে না। তাই রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে
যখন তিনি চট্টগ্রাম সিটি শহরের সীমানা অতিক্রম করবেন তখন থেকে তিনি মুসাফির গণ্য
হবেন।
-বাদায়েউস সানায়ে ২/৯৪; ফাতাওয়া রহীমিয়া
৫/১৭৫
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ সফর