ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২৮৩৫
তারিখ: ১-মে-২০১৫
বিষয়:

আমি জালালাইন জামাতের ছাত্র। বিভিন্ন সময় বিভিন্ন লাইব্রেরী থেকে কিতাব...

প্রশ্ন
আমি জালালাইন জামাতের ছাত্র। বিভিন্ন সময়
বিভিন্ন লাইব্রেরী থেকে কিতাব সংগ্রহ করে থাকি।
অনেক সময় লাইব্রেরিওয়ালারা নতুন কোনো কিতাব প্রকাশ করার আগে (বিশেষ করে বড় কিতাব হলে) আমাদের বলে, তোমরা যদি এখন অগ্রিম টাকা দিয়ে রাখ তাহলে স্বাভাবিক
ক্রয়মূল্য থেকে দশ পার্সেন্ট ছাড়ে পাবে। অর্থাৎ
যে কিতাব তারা স্বাভাবিকভাবে ২,০০০/- টাকায়
বিক্রি করবে অগ্রিম টাকা দিলে সেটা আমরা ১,৮০০/- টাকায় পাব। কখনো আরো অধিক ছাড়ও দেয়। জানার বিষয় হল, এভাবে আমাদের চুক্তি ও কিতাব সংগ্রহ করা কি বৈধ হবে?
উত্তর
লাইব্রেরিওয়ালাদের থেকে ঐভাবে অগ্রিম টাকা
দিয়ে কিতাব নেওয়া বৈধ। তবে এক্ষেত্রে অবশ্যই
চুক্তির সময় ক্রয়কৃত কিতাবের
ছাপা, বাঁধাই, কাগজের মান ইত্যাদি বিষয় স্পষ্ট
করে নিতে হবে। যাতে ক্রয়কৃত কিতাবের ব্যাপারে
অস্পষ্টতা না থাকে এবং পরবর্তীতে ঝগড়া বা মনোমালিন্য হওয়ার আশঙ্কা না থাকে।
-মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দাহ :
২৮৯; শরহুল মাজাল্লাহ, মাদ্দাহ : ৩৮৯-৩৯০; বাদায়েউস সানায়ে ৪/৪৪৪; ইতরে হেদায়া ২০৬
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ ব্যবসা-চাকুরী