ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২৮১২
তারিখ: ১-মে-২০১৫
বিষয়:

আমার কাছে এক লক্ষ টাকা আছে, যা আমার খোরপোষের বাইরে।...

প্রশ্ন
আমার কাছে এক লক্ষ টাকা আছে, যা আমার খোরপোষের বাইরে। এখন আমার উপর কি যাকাত ফরয হবে? আর ফরয হলে
কত টাকা আদায় করতে হবে? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
হাঁ, এক বছর অতিক্রান্ত হওয়ার পর ঐ এক লক্ষ টাকার উপর যাকাত ফরয হবে। আর যাকাত দিতে হবে ২.৫০% হিসাবে এক
লক্ষ টাকায় দুই হাজার পাঁচ শত টাকা। -আলমুহীতুল বুরহানী ৩/১৫৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪-১৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৭; ফাতাওয়া খানিয়া
১/২৪৯;
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জাকাত