ফতোয়া নং: ২০৬৬
তারিখ:
১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:
কোন্ কোন্ আত্মীয়কে যাকাত দেওয়া যায়? নানী ও খালাকে কি...
প্রশ্ন
কোন্ কোন্ আত্মীয়কে যাকাত দেওয়া যায়? নানী ও খালাকে কি যাকাত দিতে পারব?
উত্তর
নানীকে যাকাত দেওয়া যাবে না। তদ্রূপ নানা, দাদা-দাদী, পিতা-মাতা, স্বামী- স্ত্রী এবং সন্তানাদি ও তাদের
অধস্তনকে যাকাত দেওয়া যাবে না। এরা দরিদ্র
হলে সামর্থ্য
অনুযায়ী তাদেরকে এমনি সহায়তা করা কর্তব্য।
এছাড়া খালাসহ অন্যান্য আত্মীয়স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তবে তাদেরকে যাকাত দেওয়া যাবে এবং এ ধরনের আত্মীয়দেরকে যাকাত দেওয়া অধিক
উত্তম।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/৫৪৪; কিতাবুল আছল ২/১২৪; ফাতহুল কাদীর ২/২০৯; বাদায়েউস সানায়ে ২/১৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; আলমুহীতুল বুরহানী ৩/২১২
অধস্তনকে যাকাত দেওয়া যাবে না। এরা দরিদ্র
হলে সামর্থ্য
অনুযায়ী তাদেরকে এমনি সহায়তা করা কর্তব্য।
এছাড়া খালাসহ অন্যান্য আত্মীয়স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তবে তাদেরকে যাকাত দেওয়া যাবে এবং এ ধরনের আত্মীয়দেরকে যাকাত দেওয়া অধিক
উত্তম।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/৫৪৪; কিতাবুল আছল ২/১২৪; ফাতহুল কাদীর ২/২০৯; বাদায়েউস সানায়ে ২/১৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; আলমুহীতুল বুরহানী ৩/২১২
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
- জনাব, নি¤œলিখিত মাসআলার শরয়ী ফায়সালা দানকরে বাধিত করিবেন।ক. আমার ব্যবসা...
- যাকাত প্রদানকালে ব্যক্তিকে জানিয়ে দেওয়া জরুরি কি না? ঈদের দিন...
- যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণকাজে ব্যয় করা যাবে কি?
- আমরা ৩০ জন সদস্য মিলে একটি সমিতি করেছি। এতে প্রত্যেক...
- আমার কাছ থেকে একজন ১লাখ টাকা ধার নিয়েছে। আমার কাছে...
- আমি একটি সরকারী চাকুরিতে কর্মরত আছি। আমার বেতনের নির্দিষ্ট একটা...
- আমার অধীনে প্রায় ৪০ জন কর্মচারী কাজ করে। আমি রমযান...
- আমার ভাই ছোটবেলা থেকেই পাগল। সম্প্রতি আমার বাবা মারা গিয়েছেন।...
- ঢাকার ওয়াশপুর এলাকায় আমার একটি জমির উপর ৩ তলা ভবন...
- আমার বাড়ীতে ঘর করা জরুরি। তাই ঘর করার জন্য আমি...
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জাকাত