ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২০৩২
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:

আমাদের এলাকায় মসজিদের ছাদে স্থানীয় লোকজন ধান কিংবা বিভিন্ন জিনিষ...

প্রশ্ন
আমাদের এলাকায় মসজিদের ছাদে স্থানীয় লোকজন ধান কিংবা বিভিন্ন জিনিষ শুকানোর জন্য নিয়ে আসে। এখন আমার জানার বিষয় হলো মসজিদের ছাদের উপর ধান শুকানো কিংবা মসজিদের কোন জিনিষ নিজের জন্য ব্যাবহার করা জায়েয আছে কি না?
উত্তর
মসজিদের ছাদে ধান শুকানো কিংবা মসজিদের কোন জিনিষ নিজের ব্যাক্তিগত কাজে ব্যাবহার করা কোনভাবেই জায়েয নেই। তাছাড়া মসজিদের কোন প্রয়োজন ব্যাতিত মসজিদের ছাদে আরোহন করা বেয়াদবী ও মাকরুহ।
দলিলঃ-
বাহরুর রায়েক ৫/৪২১ (জাকারিয়া). আলমগিরী ৫/৩২২ (দারুল কিতাব) দুররুল মুখতার ২/৪২৬ (জাকারিয়া).

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ মসজিদ