ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২০২৪
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:

একজন গরিব লোক ধনী লোকের সাথে শরীক হয়ে একটি গাভী...

প্রশ্ন
একজন গরিব লোক ধনী লোকের সাথে শরীক হয়ে একটি গাভী ক্রয় করেছে। কুরবানীর কিছুদিন আগে গাভীটি একটি বাছুর জন্ম দেয়। জানার বিষয় হলো, বাছুর কি গাভীর সাথে কুরবানী দিবে, নাকি রেখে দিবে?
উত্তর
বাছুরটি গাভীর সাথে কুরবানী দিয়ে দিবে।
দলিলঃ-
মাবসুত ১২/১৪; খুলাসা ৪/৩২২; মওসুয়া ৪/৯৭.

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী